জন্ম ঘটনা
মৃত্যু চরম সত্য।
জন্মানোর পর প্রতিটি প্রাণ ধীরে ধীরে
এগিয়ে চলেছে মৃত্যুর দিকে।
কারোর পথ দীর্ঘ, তো কারোর পথ অল্প,
আবার কারোর অত্যল্প।
এগোনোর পথে সে পায় জীবনসঙ্গী,
সন্তান, পরিজন, বন্ধু।
নিরলস গতিতে সে এগোয় মরণের কাছাকাছি।
মৃত্যুর যত কাছে যায়, তত জরাব্যাধিতে আক্রান্ত হয়।
তবু চলা থামে না….
যতক্ষণ না মৃত্যু তাকে গ্রহণ করে।
এইভাবেই সময় অতিবাহিত হয়।
পুরাতন বছর যায়, নতুন আসে।
প্রতিটি নতুন বছর শেষের বার্তা নিয়ে আসে।
গন্তব্যে পৌঁছাতে নতুনকে নতুনভাবে গ্রহণ করি।
শুভ নববর্ষ ১৪৩০