বার্বি ডলের জন্মদিনে
ভীষণ হবে মজা,
খাওয়া হবে লুচি ঘুগনি
জিলাপি আর গজা।
পায়েস পিঠে সব’ই হবে
পাটালি গুড় দিয়ে,
হৈ হুল্লোড়ে মেতে উঠব
সব বন্ধুদের নিয়ে।
উপহারে ভরে যাবে
পুতুল কেবল হাসে।
মনে আমার পুলক জাগে
সব বন্ধুরা আসে।
বার্বি ডলের জন্মদিনে
ভীষণ হবে মজা,
খাওয়া হবে লুচি ঘুগনি
জিলাপি আর গজা।
পায়েস পিঠে সব’ই হবে
পাটালি গুড় দিয়ে,
হৈ হুল্লোড়ে মেতে উঠব
সব বন্ধুদের নিয়ে।
উপহারে ভরে যাবে
পুতুল কেবল হাসে।
মনে আমার পুলক জাগে
সব বন্ধুরা আসে।