শীতের সময় গাছি দেখি
খেজুরের রস পারে,
বাঁটুল দাদা গাছির থেকে
কেনেন সেটা ধারে।
খেজুর রসের থেকে তিনি
তৈরি করেন তাড়ি,
নেশার রসে ভর্তি করেন
সকল রসের হাঁড়ি।
শীতের বেলায় নেশাতুররা
কেনে সবাই তাড়ি,
ধারের টাকা ফেরৎ দিয়ে
বাঁটুল চলে বাড়ি।
শীতের সময় গাছি দেখি
খেজুরের রস পারে,
বাঁটুল দাদা গাছির থেকে
কেনেন সেটা ধারে।
খেজুর রসের থেকে তিনি
তৈরি করেন তাড়ি,
নেশার রসে ভর্তি করেন
সকল রসের হাঁড়ি।
শীতের বেলায় নেশাতুররা
কেনে সবাই তাড়ি,
ধারের টাকা ফেরৎ দিয়ে
বাঁটুল চলে বাড়ি।