মহুয়া বাসে মাতাল আমি-
মাতলামি তাই করি
মহুয়ার ঘ্রাণ আবেশ আনে
সুখ সাগরে মরি।
ফুলের সুবাস আকুল করে
পুরুলিয়ায় চলি
মাতাল হয়ে মনে পড়ে
গানের কত কলি।
মহুয়া বাসে মাতাল আমি-
মাতলামি তাই করি
মহুয়ার ঘ্রাণ আবেশ আনে
সুখ সাগরে মরি।
ফুলের সুবাস আকুল করে
পুরুলিয়ায় চলি
মাতাল হয়ে মনে পড়ে
গানের কত কলি।