করিলে শ্রম নেই কোনো ভ্রম,
দুঃখ দূরে রবে।
ভুলে সবাই মানের বালাই ,
শ্রম করো তাই ভবে।
অভ্যাসেরই দাস আমরা ,
এটা সবাই জেনো।
শ্রম করাটা অভ্যাস বলেই ,
তোমরা সবাই মেনো।
চাষীরা সব শ্রম করে তাই ,
সোনার ফসল ফলে।
সেই ফসলে মোদের সবার ,
উদরপূর্তি চলে।
শ্রমিক যারা শ্রম করে সব ,
কারখানায় ও কলে।
চলছে মোদের জীবন যাত্রা ,
তাদের শ্রমের ফলে।
ছাত্র ছাত্রী লেখাপড়ায় ,
শ্রমটা করে বলে ।
এই জগতের জ্ঞানের আলো ,
তাদের ভালেই জ্বলে।
সৃষ্টি যা সব এই পৃথিবীর ,
সবই শ্রমের দ্বারা।
নইলে সৃষ্টি রসাতলে ,
যেতোই জেনো মারা।