আকাশের বুকে পাখি উড়ুক,
পাখি থাক সবুজ অরণ্যে।
আমাদেরও বুকের ঠিক মধ্যিখানে
একটি পাখি বাস করে!
যতই থাক মনুষ্য প্রেম-ভালোবাসা
প্রত্যেকের অন্তরে একটা গোপন পাখি থাকে!
আমার বুকের গহীনে যে পাখিটি আছে,
তার নাম দিয়েছি তিরি।
আমার বুকের ভিতর তির তির করে সে চলতে থাকে,
যেন বয়ে চলা তিতাস নদী!
একমাত্র সেই আমার সকল না বলা কথা, ব্যথা যন্ত্রণা বোঝে,
আমায় সান্ত্বনা দিয়ে আগলে রাখে!
বুকের গহীনে গান গাইতে থাকা তুমি তো এক পাখি!
তোমার নাম যে তিরি!
তোমার সাথেই তো আমি কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকি!
বলতে চাই আমার সকল না বলা কথা!
কেন তুমি লুকিয়ে থাকো অচিন পাখি?
আমি যে খুঁজে বেড়াই, তোমায় ছুঁয়ে ছুঁয়ে থাকতে চাই!
মিঠেলা নরম রোদের ছোঁয়ায় ঘুম ভেঙে প্রথম শুনি
সেই পাখির ডাক, আমায় প্রশ্ন করে কেমন আছি আমি!