গঙ্গাবক্ষে যে গোধূলি রঙে রাঙানো আলো,
কমলা আভায় মায়ামাখা আকাশ অনন্য ভালো।
গঙ্গা আমার দেশের মা,পবিত্র নদী স্রোতস্বিনী,
তোমার জলে আলোস্নানে হই ঋণী।
দিগন্ত জুড়ে তোমার হাসি আকাশের বুক জুড়ে,
এ অনুভূতির রূপ মাধুর্য দেখি দু চোখ ভরে।
গঙ্গা বক্ষে সন্ধ্যারতি,কাঁসর ঘণ্টা শঙ্খ ধ্বনি!
জলের বুকে ভেসে যায় প্রদীপ,যেন প্রজ্বলিত মণি।
কতো মানুষের পাপ ধুয়ে মুছে বইছো গঙ্গা তুমি
নিঃস্ব করেছো নিজেকে , মা গঙ্গা তোমায় নমি।
তুমি মা গঙ্গা, আরাধ্যা দেবী
তোমার নাম আলো,
অবগাহনে পবিত্র হই,গ্লানি ধুয়ে অনুভূতি ভালো।