ঘুমঘোরে অন্ধকারে তুমি মিশে থাকো আলোরণ, বুকের মাঝখানেতে,
এই বেঁচে থাকা একান্ত মনে হয় খুব
স্বপ্নের গভীরে স্বপ্নের কোরাস
নীল দেয়ালে উড়ন্ত ঘুড়ি তবু জানে নিশ্চিত
সুতোর টানে ফিরে যাবে সে ঘরে।
এইসব আঁধারে চিঁহি চিঁহি ডাকেনা ঘোড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় শুধু।
সাধারণ জ্ঞানের বই রেখে বোন হেসে বলেছিলো, বাঁদুরেরা উল্টো ঝুলে থাকে।
বোন আমার এখন কোলে শিশু নিয়ে ঘুমায় রোজ।