জীবনের জলতরঙ্গ
ইচ্ছেগুলো জলফড়িং,
অসম প্রতিযোগিতা
ইদুর দৌড়ে জীবন।
বেলাগাম নিয়মনীতি
সংসারজীবন আরব্ধ-
ফেললে কড়ি মিলবে তেল
বাজারসর্বস্ব জীবনধারন।
ফলাফল অসম্পূর্ণ
অন্তহীন অধ্যায়;
উপন্যাস শেষ অঙ্কে
মধুর মিলন আবশ্যিক।
অদূরদর্শীতা কপটাচার
সমমনোভাবাপন্নতার অভাব:
একপেশে নেকনজর
লোলুপ জিহ্বার লকলক।
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে
সমাজ সংস্কার নীতিহীনতায় নিমজ্জিত,
নতুন স্বপ্নের আগমন
নতুন প্রাণের সঞ্চার।।