রাত যখন গভীর,
নিস্তব্ধ চারিদিক-
ঘর অন্ধকার;
বিছানায় শায়িত একটি শরীর।
প্রাণ আছে- তবে মন নেই
ক্রন্দনরত মন,
সারাদিনের ক্লান্তি শেষে
বিনিদ্র রজনী উপহার।
হৃদয়ের লাবডুব,
পিনড্রপ সাইলেন্স :
মনহীন মৃতপ্রায় শরীর ;
হিংস্র শ্বাপদের নখরাঘাত,
ক্রমাগত ভাঙ্গন, শরীরের আনাচে-কানাচে।
নিকষ কালো অন্ধকার,
আজ অন্ধকারই যে বড় প্রিয় –
নিজেকে আড়াল করতে ।
নিজেকে নিংড়ে দিয়েও
অপরিচিত অজ্ঞাত ,
সহানুভূতিহীন প্রশ্নের আসর –
অন্ধকারের শেষে,
একদিন হবেই আলোর উদয় ।।