অমানিশায় জীবন
অন্ধকারাচ্ছন্ন,
তমসা ছিন্ন করতে
নতুন সূর্যের উদয়-
হবে কি কোনদিন?
তরঙ্গহীন জীবন, গতানুগতিক
চু কিত কিত খেলা,
অগোছালো মন
জীবন চলে না আর।
তেলহীন চাকায়
ক্যাচ ক্যাচ আওয়াজ;
তীব্র ঘর্ষণ আর
প্রতিবর্ত ক্রিয়ার সম্মোহনে,
জীবন দুঃসহময়।
তবুও আশায় বাঁচে মন
জীবন পল্লবময় !!!
কন্টকাকীর্ণ রাস্তা পেরিয়ে
অবশেষে কুসুমের সাক্ষাৎ ;
স্বপ্নের শেষ সিড়িটার অপেক্ষায়
বাস্তব আর স্বপ্নের দোলাচল,
ছক্কার আশায় পুটকেই জীবনে মেনে নেয়া ।।