ভালোবেসে ঘর বেঁধেছিলাম বছর দশেক আগে।
আজ যৌনতা টুকু রয়েছে পড়ে।।
শরীর ও মনের খাঁজে।
অনেক স্বপ্ন বহু ভরসায় স্বপ্নে সাজানো ঘর।
রোজ নামচার গুছানো জীবনে।।
আজ দুজনে ভীষণই পর।
মনের জায়গা খালি পড়ে আছে শরীরটা সর্বস্ব
ভালোবাসা সব উজাড় করে।
নিজেকে করেছি নিঃস্ব।।
শরীরেই শুধু বসিয়েছো থাবা।
মনের করেছো খোঁজ?
সে হাহাকার শুধু রাত্রিরা জানে।
বোবা অশ্রুতে বালিশ ভিজেছে রোজ।।
সকলের চোখে সুখী গৃহকোণ।
আসলে পুরোটা খোখলা।।
ভালো করে যদি বুঝে নাও তবে।
আসলে দুজনে একলা।।
সারাদিনে বড় ক্লান্ত আমি।
কথা যতো, পরে বলো।।
এতো কথা বলো পাও কোথা থেকে?
অনেক বছর তো হলো।
সকালের কথা বিকেলে হারালো।।
বিকেলের কথা রাতে।
হাসি মুখে বুক ফুলিয়ে বলি।
আছি তবু একসাথে।।
এটা যদি হয় একসাথে থাকা।
একলা তবে কিসে যে হয়?
স্বীকৃতি টুকু তবে কি পাওনা।
সমাজের ভ্রুকুটির ভয়ে।।
যত্নে সাজানো স্বপ্নগুলো।
স্মৃতি করে তোলা আছে।।
ভালোবেসে দেওয়া অবহেলা গুলো।
প্রাণ ভরে রোজ বাঁচে।।