সবই যেন অভিনয়ের মহড়া,
চোখের কোনে জমে থাকা জলের স্রোত,
ঠোঁটের কোণে লেগে থাকা হাসির ঝলক,
হৃদয়ের কোনে ছুঁয়ে থাকা কথার ধারা,
সবই যেন মিথ্যার মুখোশে সাজানো
এতেই খুশি কাছের মানুষজন,
এতেই খুশি তুমিও,
নিজেকে লুকানোর চলছে মস্ত প্রদর্শনী
সত্য আজ নিখুঁত অভিনয়ের চড়া মেকআপে ঢাকা পড়েছে,
এটাই তো তোমার অহংকার
এটাই তো তোমার হুহুঙ্কার,,,
মুখোশ পড়ে সেজেছ তুমি
মুখোশের অন্তরালে ঢেকেছে মুখ
ঢেকেছে চোখের সৌন্দর্যতাও,
মানবতাও তাই আজ মুখোশ এঁটে চলে
মনের গোপন ছন্দ তাই লুকিয়েছে মুখোশের আড়ালে।