ভালোবাসা জানে মুক্তির আলো ছুঁতে
অভিমানের তপ্ত রোদে কিম্বা দৃপ্ত পদে।
দ্বিধাহীন মনের শৃংখল সত্তা সযতনে রয়
অন্তরে চির জ্বলন্ত কিম্বা জীবন্ত।
ফুৎকারে উড়ে যায় একবুক শূন্যতা
কষ্টই জীবনসঙ্গী কিম্বা জীবনের দৃষ্টিভঙ্গি।
তুমি বিনা দিশাহারা বিষন্ন মন
স্তব্ধতায় রবির কিরণ কিম্বা অস্তমিত জীবন।
ভগ্ন হৃদয়ে বাজে বিরহের আকুলতা
ধরা পড়ে তোমার প্রণয়ে কিম্বা মননে।
বেদনার বালুচরেও তোমাকে চাই শুধু
স্নিগ্ধতার আবেশে অতঃপর কিম্বা অবশেষে।।