ভাঙ্গা গড়া স্মৃতি নিয়ে জীবন ছুটে চলে।
নিত্যদিন হোঁচট খায় স্বপ্নেরা।
ছুটে চলা নদীর শরীরে বিলি কেটে এঁকে চলে নীরবতার যন্ত্রণা।
ক্ষতবিক্ষত জীর্ণ শরীর বেয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়া
রক্তের ফোঁটাগুলো জমা হয় বালিয়াড়ির বর্ণিল খাঁজে।
নতুন পথের দিশায় লাগে অমানিশার ঘোর।
শরীরের সীমান্তজুড়ে বার্ধক্য আড়মোড়া ভাঙ্গে।
মহাকালের কাছে গচ্ছিত থেকে যায় ক্ষয়িত অধেক জীবন।
চলে কালের অপেক্ষায় ধীর পায়ে পথ চলা।