জীবনের অলিতে-গলিতে ব্যস্ততার দস্তাবেজে
অসুখের কঙ্কাল ছড়িয়ে পড়ে আছে শত শত,
তারিখ, বার, মাস, বছর- খুঁজে খুঁজে হয়রান পৃথিবী,
অনেকটা রক্ত-মাংস পেরিয়ে
বিষাদ বাতাসের মর্মর ছাড়িয়ে
ভয়ঙ্কর ক্ষুধার আগুন শরীরে জ্বালিয়ে
অসুখের পাহাড়ে পৃথিবী লিখে রাখছে আয়ু আর জ্বলন্ত চিতার পরিমাপ।
তবুও সকল অসুখের ঝুলি কাঁধে
জীবনকে এগিয়ে চলতে হয়।