বসন্ত তুই ডাক দিয়ে যাস
মাদক স্বরে,
সবাইকে তুই করিস পাগল
রঙের বাসরে।
বসন্ত তুই রঙিন দিনে
গন্ধহীন ওই রঙের বনে
খেলিস হোলি ,
বসন্ত তুই যৌবন দর্পণে
বিকশিত প্রেম মায়াবী সমর্পণে
লাজুক সহেলী।
বসন্ত তুই দোলের ভাষায়
খোঁপার পলাশ,
বসন্ত তুই কাননে কাননে
সোহাগ ছড়াস।
বসন্ত তুই রঙ ছড়ালি
রঙিন প্রেমে মন ভরালি
বেহাগী সুরে,
বসন্ত তুই আবির রাঙা শিমুল-পলাশ
স্বপ্ননদীর মেঘশরীরে কাব্য কালীদাস
অচিন পুরে।
বসন্ত তুই পত্র পল্লবের
সৌন্দর্য্যের আভাস,
বসন্ত তুই প্রেমের ফাগুন
মায়াবী দীর্ঘশ্বাস।
বসন্ত তুই ভ্রমরার কলতানে
দখিনা হাওয়ার সুগন্ধ সমীরণে
প্রেমেরই অধিবাস,
বসন্ত তুই স্পর্শকাতর মনের বাহার
বেহিসাবি আলোর দ্যুতির মুক্তদ্বার
পরমাত্মার লীলারস।
বসন্ত তুই রূপের রানী
অপরূপ সাজে,
আগুন ঝরা গোধূলিও আজ
প্রেমের আমেজে।।