আঁধার ক্রমশ ঘনীভূত হচ্ছে,
অপ-দর্শনের ঘূর্ণিপাকে
বসন্তের কৃষ্ণচূড়া যেন জরাগ্রস্থ, বধির।
নিস্পন্দ হয়ে পড়েছে কবিতার পান্ডুলিপিও
সূর্যাস্তের বিপরীতে জেগে উঠেছে নিঃসঙ্গ জানালার কার্নিশ,
প্রজাপতির ভগ্ন ডানায় রংধনুর বিবর্ণতা ছুঁয়েছে,
থেমে গেছে বিকেল বেলার গল্প,
সমস্ত গ্যালারি জুড়ে গভীর নৈঃশব্দ ছেয়েছে,
প্রণয় পিপাসার অতল শিহরণে
উষ্ণতার লাল গালিচায় সুপ্রাচীন শব্দমালা
জাগিয়েছে আপন শিল্প সত্তা ,
উন্মাদনায় মেতে উঠেছে পরিপূর্ণ যৌবনা চন্দ্রমা।