কতো বসন্ত পেরিয়ে এল নতুন বছর,
বেহিসাবি জীবনে আসুক তবে নব সুর।
কতো হারানোর বেদনা-কত না প্রাপ্তি,
সে তর্কে নাই বা গেলাম তবু চিন্তা- গতি।
আসছে নব কলেবরে বর্ষ চোদ্দশো তিরিশ,
এবার তবে সবার জন্য চাইব আশীষ।
জীবন একটাই অনুভূতিগুলো বেইমান,
মুহূর্তের শৃঙ্খলে তবে কেন আবদ্ধ প্রাণ!
অনেক ভুলে ভরা প্রাত্যহিকতার পরিণাম,
ক্ষমাসুন্দর হয়ে চুকিয়ে দিক ক্লেদের দাম।
নতুন বছর আসে আর যায় আয়ু কেড়ে,
কতো সমস্যার হয়নি সমাধান,গিয়েছে বেড়ে।
সব হারানোর আগে সবাইকে ভালবেসে,
মিলনের আনন্দে মন-প্রাণ যেন মেশে।
এসো চোদ্দশো তিরিশ নতুন খাতা খুলে,
পুরোনো হিসেব ছেড়ে নতুন দিশার দীপ জ্বেলে।।