চলতি পথের বাঁকে- লোকদেব বাবা বাঁশিরায় জিউ
শালবনীর খসলা গ্রামের অদূরে, বাঁশরিশোল গ্রামে রয়েছে ”বাবা বাঁশরিরায় জিউ” এর আটন॥খসলা ইন্দুমতী স্কুলের পাশের বাঁধানো রাস্তা দিয়ে একটু এগিযে গেলেই মাঠের মাঝে বাবার আটন॥ আদিম মহীরুহ ঘেরা অনাবিল শান্তির পরিবেশ।বিরাট বিরাট হাতি ঘোড়া র ছলনে ঘেরা পূজাবেদী।
আদিম শাল ,আশুদ,কেলিকদম ,শ্যাওড়া , পাকুড় আঁক কদম , বটের ছায়া ঘেরা পূজাস্থলী॥গাছের গোড়া য় আটন পাতা। ভক্তজন সিমেন্টের চাতাল গড়ে দিয়েছেন॥সামনে হাঁড়ি কাঠ! বলির জন্য॥মনীষ।
এই থানে কোন কিছু হারিয়ে গেলে ছলন বেধে মানসিক করা হয় ॥
কথিত যে খসলার ভৈরবী মায়ের ভৈরব উনি ॥
মকরসংক্রান্তি তে হয় বিশেষ পুজো॥এছাড়া সন্ধিপূজাওখুব নিষ্ঠ। ভরে করা হয় ॥হাতি ঘোড়া র ছলনে আটন সাজানো ,,,,,ছোট্ট থেকে মানুষ প্রমান ।আটনে পাঁচটি মানু ষের মাথার মূর্তি প্রথিত!
বাবার ভোগ চিড়া , গুড় ,ফল মুল,বাতাসা॥এছাড়া বিশেষ ”ঝারি” ভোগ অর্থ।ত মদ ও উৎসর্গ ও করা হয় ,,,,তবে পাশ্ব দেবতাকে॥
আটনের সামনের মাঠে মাঝে ঝোরা থেকে জলস্রোত বেরিয়েছে যা নালা রূপে মাঠে বয়ে চলেছে!কাচের মত স্বচছ জল ॥ঐ জল নিয়েই বাবার পূজা হয় ॥বর্তমান পূজারী শ্রীঅক্ষয় খামরু ই বললেন উনারা বংশ পরম্পরায় এখানে পুজো করে আসছেন ॥
আটনের সামনে দুপাশে দুটি বিশাল শাল গাছ। সামনে কেলিকদম গাছের বাঁধানো বেদী॥ গাছে বসন্তবৌরী র গর্তবাসা॥গাছে হাঁড়ি চাচা,টিয়া,দোয়েল,শালিখ, মৌটুসির বাস॥এদের কলতানে আটন সরগরম ॥
এই লোকদেবতার আটন অনাবিল শান্তির পরিবেশ॥শহুরে যান্ত্রিকতা থেকে দূরে,প্রাকৃতিক পরিবেশে মানু্ষের আন্তরিক ভক্তি ভালোবাসায় ঘেরা অপূর্ব লোকদেবতার প্রাঙ্গণ,,,,!নমি নমি চরণে॥