কত কিছুই তো ইচ্ছা করে;
কিন্তু তার কতটুকুই বা পূরণ হয় !
এই যেমন ধরো ,
কারো সঙ্গে খুব কথা বলতে ইচ্ছা করছে,
ঘণ্টার পর ঘণ্টা শুধু কথা বলে কাটিয়ে দিতে ইচ্ছা করছে,
তবু পারছি না কথা বলতে।
আমার ইচ্ছা আর তার ইচ্ছার মিল নাও হতে পারে
তাই !
আবার ধরো , কোথাও একটু বেড়িয়ে আসতে ইচ্ছা করছে।
প্রতিদিনের একঘেঁয়েমি জীবন থেকে একটু নিষ্কৃতি পেতে ,
খোলা আকাশের নিচে প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করতে ইচ্ছা করছে।
তবু পারছি না।
কারণ ঐ একই, আমার ইচ্ছার সঙ্গে আর কারো ইচ্ছার মিল না থাকা।
আবার কখনো কখনো ইচ্ছা করে, খুব ঝমঝমিয়ে বৃষ্টি হোক।
আর আমি ছুটে নিয়ে বৃষ্টির পরশ গায়ে মেখে নিতে ব্যস্ত হয়ে পরি।
আর কেউ ধমক দিয়ে বলুক, ” বৃষ্টিতে ভিজোনা , শরীর খারাপ হয়ে যাবে !”
না ; কেউ তো নেই আশেপাশে,
তাই আর বৃষ্টিতে ভেজা হয় না।
আরো কত কিছু ইচ্ছা করে পূরণ হয় না কোনোটাই।
তাই সব ইচ্ছা গুলোকে জোর করে লুকিয়ে রেখেছি
বেরোতে দিইনা একদম।