লেখাপড়ায় অধ্যবসায়
সবার থাকা চাই,
নিষ্ঠায় আনে সফলতা
জেনে রেখো ভাই।
অঙ্ক বিষয় জানতে শিখতে
চর্চা করতে হয় ,
কঠিন জটিল সমাধানের
সূত্র ধৈর্যে রয়।
শিক্ষা দীক্ষায় জীবন গড়তে
অঙ্কেতে চাই জ্ঞান,
বিজ্ঞানেও অঙ্ক আছে
শিখলে বাড়ে মান।
গোলাপ ফুল তুলতে যেমন
কাঁটার খোঁচা সয়,
অঙ্ক কষতে কষ্ট হলেও
চর্চাতে রয় জয়।
জীবন পাতা গণিত খাতা
বলেন জ্ঞানী জন,
কষ্টের ফল যে অতি মধুর
চর্চাতে দাও মন।