সামাল সামাল রব উঠেছে
টালমাটাল যে তরী,
কর্মদোষে বিপদ বাড়ে
উপায় খুঁজে মরি।
ভোগ বিলাসে কাম বাসনায়
রূপের ফাঁদে পড়ে,
জীবন আমার নাশ হলো রে
ব্যথার বাদল ঝরে।
দুর্যোগের ওই ঘনঘটা
নামছে জীবন জুড়ে,
টেরটি কভু পাইনি আমি
দহনে বুক পুড়ে।
কপাল পোড়া নিঃস্ব আমি
জমার ঘরে শূন্য,
প্রভুর কৃপা পাবার মত
করি নাই তো পুণ্য।
ভব পারের খেয়ার মাঝি
আসবে যখন নিতে,
দয়াল প্রভুর কৃপা পেতে
নামটি রাখি চিতে।