হৃদয় ঘরে প্রেমে পড়ে
নিয়েছিলে তুমি ঠাঁই,
মধুর হাসি রাশি রাশি
ঢেউ যে তুলে বুকে তাই।
হঠাৎ করে বিষাদ ভরে
শুকনো দেখি তোমার মুখ,
ভেবে না পাই কি হলো তাই
কিসে তুমি পাচ্ছো দুখ?
জানতে পারি যাবে ছাড়ি
থাকবে নাকো এই ঘরে,
তোমার মনে অন্য জনে
পেতেছে ঠাঁই প্রেম ভরে।
যাবেই যদি শেষ অবধি
যাও চলে যাও ছেড়ে সব,
থেকো সুখে হাসি মুখে
সাথে তোমার থাকুন রব।
ভাগ্য যেমন থাকবো তেমন
বিধির বিধান মানছি হার।
বেদন জাগে হৃদয় বাগে
বুকের মাঝে পাষাণ ভার।