কালের ভেলায় চড়ে তুমি
গেছো অচিন পুরে,
যেদিকে চাই হাজার স্মৃতি
দহনে বুক পুড়ে।
শূন্যতার যে হাহাকারে
জীবন আমার ভরে,
ফেলে আসা জীবন কথা
শুধুই মনে পড়ে।
সুখে দুখে ছিলে জুড়ে
যাপন পথের সাথী,
উতল হাওয়ায় আছড়ে পড়ে
নিলো সুখের বাতি।
অনুরাগের আবেশ মাখা
মুখর কতো বেলা,
বিধি কেন নিঠুর হয়ে
খেললো এমন খেলা!
ভালোবাসার পানসি বেয়ে
ভেসে যাওয়ার সুরে,
বিবশ ব্যথার উচাটন যে
বক্ষ আমার জুড়ে।
হৃদয়ে যে আছে লেখা
তোমারি নাম শুধু,
তোমায় ছাড়া বেঁচে থাকার
নাই যে কোন মধু।
কোথায় গেলে পাবো তোমায়
আছো কত দূরে,
স্মৃতির আগুন নিত্য আমায়
যাচ্ছে ব্যথায় কুরে।
মহাকালের ডাকের আশে
রেখেছি খোলা দ্বার,
তোমার ছোঁয়া চিহ্নগুলো
সঙ্গী এখন আমার।