অনুরাগের যে কিঙ্কিনী
হৃদে বাজে রিনিঝিনি,
মনটা বলে,আয়রে আয়
জুড়োই তোকে ভালবাসায়।
আবেশের ঘোর লাগে চোখে
অনাবিল যে পুলক সুখে,
বুকের খোলা উদোম মাঠে
প্রেমিক শব্দ মাতাল হাঁটে।
আলোর ভুবন দু’হাত বাড়ায়
ঘুচবে এবার সব তমসায়,
জীবন গীতির সাধরে সাধন
এ যে অটুট নিগূঢ় বাঁধন।
মন- আকাশে রামধনু সাজ
অভিমানী মেঘের ভাঁজ,
রূপসী ওই ভালবাসায়
আলোর ভুবন নিত্য ছড়ায়।