বাঙ্গালীর কৃষ্টি যাত্রা সংস্কৃতির
তুলনা কোথাও নাই।
সাবলীল ছন্দে গীতি বাদ্যে সুখ্যাতি ছিলো তাই।
শীত মরশুমে গ্রামে- গঞ্জে আসর জমজমাট।
চিত্ত জুড়ানো মনোরঞ্জনে নানা উপাখ্যানে বৈচিত্র্যময় হাট।
পৌরাণিক,ঐতিহাসিক, সামাজিক পালাগানে।
রুদ্ধশ্বাস অপলক দৃষ্টিতে বিস্ময় মাখানো প্রাণে।
দেশের নানা প্রান্ত হতে আসতো অপেরার দল।
সাজের বাহারে,অভিনয়ের গুণে আসতো চোখে জল
কতো যে গুণী কলাকুশলীকে দেখেছি যাত্রাপালায়।
সুত্রে তাঁরা রবে চিরদিন বাংলা সংস্কৃতির ছায়ায়।
সময়ের ধারায়,যদিও এ লোক- সংস্কৃতি লুপ্ত হবার পথে।
বাঙ্গালী ,এসো ,পণ করি সবে যাত্রাসংস্কৃতি হারিয়ে যেতে দেবো না কিছুতে।