অরাজকতা দেশ ছেয়েছে
মানবতা নাই,
স্বার্থ সিদ্ধির তরে মানুষ
উঠছে মেতে ভাই।
বিত্ত নেশায় মরছে ঘুরে
টাকা টাকা রব,
ছল ফিকিরে পরের ধনে
ভরছে ঝুলি সব।
বিবেক দোরে তালা এঁটে
লোভের পথে মন,
দেশের- দশের এরাই শত্রু
অধম মানুষ জন।
নিজের স্বার্থে দেখেই যারা
মাখছে ক্ষণিক সুখ,
ভাবছে নাতো বিধির কোপে
আসবে নেমে দুখ।
দেশের সেবা ছেড়ে মানুষ
লোভের পাকে রয়,
মনুষ্যত্বের ধার ধারে না
করছে বিবেক ক্ষয়।
দেশের সেবা করাই জেনো
সবার আসল কাজ,
মানব সেবায় মনটা দিলে
শান্তি করবে রাজ।