জাতের নামে বজ্জাতিটা
দাওনা এবার ছেড়ে,
ভেদ- বৈষম্যের কলুষ কালি
ফেলো এবার ঝেড়ে।
একবিধাতার সৃষ্ট সবাই
ভেদটা তবে কীসে?
ভেদাভেদের লড়াই করে
ঢালছো শুধুই বিষে।
দেহের শিরায় বইছে সবার
একই শোণিত ধারা,
তবে কেন হিংসা- দ্বেষে
হচ্ছো পাগল পারা!
হিন্দু- মুসলিম- বৌদ্ধ- খৃষ্টান
গড়া প্রভুর হাতে ,
তবে কেন মানুষ জাতি
থাকে না এক সাথে?
ভেদটা ভুলে প্রীতির ফুলে
থাকলে সাম্যের সাথে,
মহান প্রভু হন যে খুশি
আশিস রাখেন মাথে।