আবহাওয়া বলছে খবর
আসছে সাইক্লোন মোখা,
তীব্রতর গতি যে তার
যাবে নাকো রোখা।
কালরূপী ওই মারণ ঝড়ে
ভাঙবে যে ঘর বাড়ি,
প্রবল গতি করবে ক্ষতি
দুঃখ বাড়বে কাড়ি।
সাবধানতা অবলম্বন
সবার নিতে হবে,
টর্চ,ব্যাটারি খাবার দাবার
পাশেই রাখবে সবে।
ক্ষুব্ধ সাগর ফুঁসছে রোষে
আছড়ে পড়ার তালে,
বাইরে কেহ যাবে নাকো
এমন বিপদ কালে।
বাংলাদেশের কক্সবাজারে
আছড়ে পড়বে নাকি,
ভরসা মনে দয়াল প্রভু
তাঁকেই সবে ডাকি।