মানুষ মাত্রে হৃদয়ে চাই
মানবতা থাকা,
সাম্যের পথে চলবে সবাই
বোধের পরশ মাখা।
আজকের যুগে বদলে গেছে
বিধির সকল রীতি,
মানবিক বোধ হারিয়ে সব
আঁকড়ে হিংসা নীতি।
দীন দুঃখীদের দেখে না কেউ
মত্ত আপন সুখে ,
গরিব কাঁদে ক্ষুধার জ্বালায়
মলিন কাতর মুখে।
অমানবিক ধনী যারা
ভোগ বিলাসে থাকে,
দুখী জনের হয়না সহায়
মুখ ফিরিয়ে রাখে।
হে ভগবান,তোমায় বলি
মানবিক হোক সবে,
সাম্য প্রীতির ঐক্যজোটে
ধরায় শান্তি রবে।