মানুষ এখন বদলে গিয়েছে
পরেছে মুখোশ আজ,
কুকুরের তবু ভয় মনে আছে
মানুষের নাই লাজ।
স্বার্থ পিয়াসী মানুষ যাহারা
তেলা মাথে তেল ঢালে,
ওৎ পেতে থাকে পরের মাথায়
কাঁঠাল ভাঙার তালে।
নেতা আমলার পায়ের তলায়
চামচা সেবক রূপে,
আপন কাজটি গোছানোর ফাঁকে
ফন্দিফিকির চুপে।
সারমেয় ঘুরে খাবারের তরে
পথিক পাথর ছুঁড়ে,
ব্যথার জ্বালায় কামড় বসায়
বিষেতে অঙ্গ জুড়ে।
মানুষ স্বভাবে সারমেয় হলে
ভীষন লজ্জা লাগে,
মানবিক হয়ে হৃদয়ের জয়ে
মানুষেরা যেন জাগে।