নয়নের মণি রূপে ভরা ধনি
মাধুরী মাখা বুলি,
চকিত চরনে ছুটে অকারনে
দোলনা চাপে দুলি।
বকুনিতে গাল অভিমানে লাল
সোহাগে ধরি যবে,
দুষ্টু সে মেয়ে দেখে শুধু চেয়ে
গলাটি ধরে রবে।
কভু খাতা নিয়ে খুব মন দিয়ে
আঁকিবুঁকি যে আঁকে ,
হিজিবিজি টানে বুঝি নেকো মানে
তবু আবেগ মাখে।
ছোট কচি হাতে পুতুলের সাথে
রান্নাবাটি খেলে,
যেন পাকা বুড়ি, আহা মরি মরি!
দেখে সুখটা মেলে।
কুলপি মালাই বায়না যে চাই
শোনেনা কোনো বাধা,
বিকেল বেলায় যেই হেকে যায়
চেঁচিয়ে গলা সাধা।
পেলে তাঁর ছোঁয়া মন বারি ধোয়া
দেখে অমল হাসি,
সব হৃদি পুরে থাকে যেন জুড়ে
আশিষ রাখি রাশি।