ঈদের দিনে খুশির বীণে
মনে সুখের ঝিলিক,
সাজে বাহার নানা আহার
কাজের বাড়ে হিড়িক।
সকাল হলে সবাই চলে
নতুন জামা পরিয়া,
ঈদগাহেতে নামাজ পেতে
মনটা রাখে ভরিয়া।
ভেদটা ভুলি যে কোলাকুলি
পরস্পরের খুশিতে,
ঈদের দিনে সবাই চিনে
গরিব জনে তুষিতে।
দরাজ হাতে দানের সাথে
গরিব জনে বিলাতে,
এগোয় সবে খুশির রবে
সুখ- আনন্দ মিলাতে।
ঈদটা এলে মন যে মেলে
বিভেদ দ্বেষে ভুলিয়া,
মানবতার — উদারতার
নজির রাখে তুলিয়া।