সত্য জেনে ধর্ম মেনে কর্মে রাখি মন,
সর্ব জনে রেখো মনে শিক্ষা পরম ধন।
ছলকপটে রয় যে শঠে জ্ঞানীর বাণী রয়,
এদের হতে সকল মতে দূরে থাকতে হয়।
রঙের ফানুস আমরা মানুষ স্বার্থে মগ্ন রই,
ভুলে দুখে থাকতে সুখে কত জ্বালা সই।
ভবের মাঝে পুতুল সাজে নেচে চলি সব,
সাঙ্গ খেলা ভাঙ্গবে মেলা চলবে কত রব।
ভালো কাজে সুফল রাজে সকল ধর্মে কয়,
শেষের দিনে হিসেব বিনে যাওয়া সহজ নয়।
জপে ধ্যানে প্রভুর নামে খোলে মুক্তির দ্বার,
জগৎ মাঝে সকাল সাঁঝে নামটি করো সার।
জীবে সেবা করে যেবা স্রষ্টার আশিষ পায়,
দুখী জনে থাকলে সনে মনে শান্তি ছায়।
ভবের মায়া ছাড়বে কায়া দমটা হলে শেষ,
কল্যাণেতে থাকলে মেতে কীর্তি রবে বেশ।
জ্ঞানীর বাণী মনে মানি ধরলে সত্যের পথ,
সত্য নিয়ে ভরলে হিয়ে চড়বে আলোর রথ।
অন্তর্যামী দয়াল স্বামী! পূজো করো তাঁর,
কর্ম ফলে ধর্ম বলে করবে সবায় পার।