বিগত সব দুঃখ ব্যথা
সকল কিছু ভুলে,
নববর্ষে স্বপ্ন সাজাই
রঙিন আশার ফুলে।
অতীত দিনের স্মৃতি মেদুর
দীর্ণ আঘাত যত,
নবীন দিনের সূর্যালোকে
ভুলবো সকল ক্ষত।
হিংসা- দ্বেষে করবো না আর
বৃথাই সময় নষ্ট,
মিলে থাকলে প্রীতির সাথে
থাকবে না তো কষ্ট।
হৃদয় মাঝে রাখবো ভরে
ভালোবাসা প্রীতি,
মানবতার পথে চলে
গাইবো সুখের গীতি।
নববর্ষে নব উদ্যম
নতুন স্বপ্ন আঁকি,
সৃষ্টি সুখের কর্মে মেতে
সুখের পরশ মাখি।