মাঝের তলায় উতলা বেলায়
থাকতে দিয়েছি তাঁকে,
বিরহিনী মন বুঝে অনুক্ষণ
মমতার ছোঁয়া মাখে।
শতেক জ্বালাতে হলো যে পালাতে
বিবাগী বাউল বেশে,
ঘুরে ঘাটে ঘাটে এলো হেথা বাটে
মলিন মুখেতে হেসে।
অতীত স্মৃতি সুমধুর গীতি
মনের চাতালে রাশে,
কত অনুরাগে হৃদে প্রেম জাগে
ভালোবেসে ছিনু পাশে।
কত মধুরাতে হাত ধরে হাতে
হেঁটেছি জোছনা মেখে,
নিশি ভোর হলে দাঁড় টেনে চলে
এপারে আমারে রেখে।
কিযে হলো মাঝে বিস্ময় রাজে
এলো নাতো আর ফিরে,
মধুমতী তীরে ভাসি অশ্রুনীরে
অবাক দুখেতে ঘিরে।
কানে এলো ভেসে গেছে দূর দেশে
সেখানে বেঁধেছে বাসা,
বিবশ পরানে আঘাত যে হানে
প্রেম ছলনার পাশা।
নীড় হারা পাখি জলে ভরা আঁখি
ফেরাবো কেমন করে,
ঠাঁই দিনু তারে হৃদয় মাঝারে
স্নেহ মায়াতে ভরে।