মধুপ গুঞ্জনে দোঁহে আলাপন মাঝে
নিভৃত মননে বসে,
জড়ালে বাহুর পাশে মন সুখে ভাসে
কৌতুক কথার রসে।
ধু- ধু মরুভূমি মনে প্রেমের সিঞ্চনে
পুলকিত হিয়া লাজে,
আড়ে চেয়ে কাছে ঘেঁষে বলে মৃদু হেসে
মধুমতি নামে সাজে।
রাতি যবে এসে নামে সাঁঝ বাতি ধামে
চুপকথা ঠোঁটে থাকে,
মধুর পরশ দিয়ে কথা হরে নিয়ে
আলিঙ্গনে বেঁধে রাখে।
লাজে রাঙা মুখ মোর আবেশে বিভোর
শুধু বলি, দিতে ছেড়ে,
চিবুকে সোহাগ আঁকে হস্ত ধরে রাখে
না- না- বলে মাথা নেড়ে।
পরক্ষণে হেসে ওঠে কত কথা ঠোঁটে
কথা হবে বাগে বসে,
কৌতুকের আলাপনে হেসে ঢলি মনে
রসকথা ভরা রসে।