বারো মাসে তেরো পার্বণ
বাংলার ঘরে ঘরে,
পূজো পার্বণ ব্রতকথা
নানা কৃষ্টি ভরে।
বর্ষবরণ জামাইষষ্ঠী
দারুণ মজার রীতি,
সম্প্রীতির যে মেলবন্ধনে
ভালোবাসা প্রীতি।
পৌষ সংক্রান্তি,পয়লা বৈশাখ
চলে রান্না কত,
ইলিশ কাতলা পাঠার মাংস
রকমারি শত।
শীতটা এলেই জিভে জলটা
সুড়ুৎ করে টানে,
খেজুর গুড়ে পিঠে খাওয়া
খুশি ভরা প্রাণে।
বাঙ্গালি যে বিশ্বখ্যাত
ভোজন রসিক বলে,
গর্বে উঁচু বাঙ্গালি সব
যুগের ধারায় চলে।