ঈদের দিনটা এলে পরে
খোকা খুকুর খুশি ঝরে
পুরবে মনের সাধ,
মামার বাড়ি ঘুরতে যাবে
ভাঙছে খুশির বাঁধ।
বাবার সাথে দোকান যেতে
দেখলো চেয়ে হাতটি পেতে
মলিন একটি মুখ,
পায়নি বুঝি খেতে কিছু
খুকুর লাগে দুখ।
খুকুর মনে সাধ জাগে তাই
একটি জামা ওর জন্যে চাই
জামা তো ওর নাই,
নতুন জামা হাতে পেয়ে
মিঠে হাসলো তাই।
নতুন জামা জুতো পরে
ঈদের খুশি নামাজ পড়ে
হাসে খুকুর মন,
কাপড় জামা খাদ্য কিনে
গরিবে দেয় ধন।