জীবন পথে সায়াহ্ন যে
মাখছে ধূসর রঙ,
হেলাফেলায় কাটলো বেলা
ভবের মাঝে সঙ।
হেসে খেলে হৈ- হুল্লোড়ে
শৈশব হল শেষ,
বয়েস বাড়তে সুখটা চিনতে
নানা রূপের বেশ।
যৌবন এসে জোয়ার তুলে
মাতায় দেহ মন,
সবার মুখে দেখতে হাসি
ব্যস্ত সারা ক্ষণ।
ন্যায় অন্যায় সব শিকেয় তুলে
ধরি পাপের পথ,
দেহযন্ত্র হচ্ছে বিকল
বদলেছি তাই মত।
অনুতাপে ভরছে হৃদয়
মনের মাঝে লাজ!
ওগো হরি চরণ ধরি
সাথে থেকো আজ।