নিষ্ঠা ভরে যারাই ভবে
কর্ম মতি রাখে,
ধর্ম যে তার সাথে থেকেই
সুযশ তাকে মাখে।
কর্মে যাদের নেইকো মতি
শাস্ত্র নাহি মানে,
ধর্ম তাদের রয় না সাথে
সকল লোকে জানে।
সকল ধর্ম শাস্ত্রমতে
আছে কর্মের কথা ,
যেজন থাকে কর্ম নিয়ে
ধর্ম থাকে তথা।
কর্মগুণেই পৃথিবীতে
মানুষে পায় খ্যাতি ,
ধর্মে ভক্তি থাকলে পরে
জ্বলে সুখের বাতি।
এলেই যদি ধরার মাঝে
মানুষ জন্ম নিয়ে,
ধর্মে মনটা রেখেই সবে
কর্ম করো গিয়ে।