রাজকুমারী মান যে ভারী
আয় না কাছে তুই,
বলবো শোলক দুলবে নোলক
দেবো ছড়ার বই।
ছাগল ছানা ধরতে মানা
খেলতে পারিস খুব,
দিন নিরালি কাঠবেড়ালি
গাছের গালে চুপ।
খরগোশ ছানা দুষ্টু পানা
দিলি মুখে ঘাস!
ওদের সনে খেলতে মনে
খুব কি মজা পাস?
যাবি তো বল করিস নে ছল
জু- তে ঘুরতে চাস? ,
সিংহ -বাঘে কেমন রাগে
ভালুক- গন্ডার রাশ।
পার্কে গেলে দু’চোখ মেলে
দেখবি হাজার ফুল,
শোভা দেখে খুশি মেখে
পাবি নারে কুল।
জানি চাই তোর খুব বড়োজোর
জামা ,কানের দুল,
পাগলি মেয়ে দ্যাখনা চেয়ে
বলিনি তো ভুল!
বিকেল বেলা গাজন মেলা
দেখতে হলে চল,
খাস্তা গজা খেতে মজা
একটু হেসে বল।