জন্ম হলে মৃত্যু হবে
অমর মানুষ কোথা কবে
বিধির নীতি তাই,
যার দয়াতে জনম মরণ
তাঁরই নামটি রেখো স্মরণ
বোধে জাগো ভাই।
আঁধার শেষে আলো আসে
রবির করে ধরা ভাসে
ঘুচায় কালো রাত,
সৌরজগৎ যেমন করে
চক্রাকারে নিয়ম ভরে
থাকে সময় সাথ।
অমর তো কেউ নয়কো ভবে
শমন এলে যেতেই হবে
বিভেদ কেন রয়?
প্রীতির ভাবে হাতটি ধরো
ভালোবাসায় মনটি ভরো
ভয়কে করো জয়।
জীবন খাতা স্বল্প পাতা
দিলেন সবায় পরম দাতা
রাখেন কৃপার রেশ,
বোধের আলোয় মনটি ভরো
যাবার ক্ষণে তাঁকেই স্মরো
পৃষ্ঠা হবে শেষ।