রক্ত মাখা অস্ত্র হাতে
যত রক্ত আঁখি ,
রক্ত রাগে রক্ত কথা
রক্তে জীবন পাখি।
বাদল দিনে বাদল বাবু
হোঁচট খেয়ে পড়ে,
ব্যথার বাদল ঝরছে চোখে
বধূ মালিশ করে।
কাজলা দিদির কাজল চোখে
মিঠে হাসি ঝরে,
কাজল কালো বরণ মেয়ের
কালী নামটি ধরে।
কড়ি দিয়ে কড়ি কিনে
করি খেলা সবে,
কড়ি বাবু কড়ে গুনে
কত কড়ি রবে।
মধুর লাজে মধুর ভাষে
মধুর হাসি মুখে,
মধুর গানে সবার প্রাণে
মুগ্ধতা ছায় বুকে।
অর্থ শুধুই নয়কো অর্থ
ব্যঞ্জনা তার কত,
অর্থ শব্দের গভীরতা
অর্থে বোঝায় শত।