প্রীতি মাখা মনে থাকো মিলে সনে
ভব মাঝে যদি এলে,
নাহি রাখো দ্বেষে থাকো মিঠে হেসে
দিন যাবে সুখে ঢলে।
থাকো হাসি মুখে দিতে হবে সুখে
করো তাহা যাহা ভালো,
নিজ সুখে পেতে থেকো নাকো মেতে
মুছে দিও যত কালো।
সবে লয়ে যারা থাকে মিলে তারা
সুখ দিতে চাহে সবে,
সবে খুশি হলে মনে আলো জ্বলে
খুশি খুশি মধু রবে।
ধরা মাঝে এসে সবে ভালো ভেসে
ঢেলে দাও সবে প্রীতি,
প্রেমে ভরা ধনে নাও জনে জনে
জগ মাঝে রবে গীতি।