যদি চাও তোমায় নিয়ে প্রেম যমুনায় ভাসতে পারি
যদি চাও চাঁদের জোছনা এনে দেবো,নইলে দিও আড়ি।
যদি চাও আকাশের তারা তুলে দিতে পারি চুলে
যদি চাও পরাতেই পারি মালা বকুলের ফুলে।
যদি চাও যেতেই পারি তোমায় নিয়ে মিশরে বা আবুধাবি
যদি চাও হাত খানি রাখো হাতে দিয়ে বিশ্বাসের চাবি।
যদি চাও ঠিক ধরতে পারবো তোমার শাড়ির কুচি
যদি চাও ছাড়তে পারোই তো সংস্কারের শুচি অশুচি।
যদি চাও থাকবো দোঁহে নিবিড় প্রেমে ভালোবাসার ঘরে
যদি চাও তবে আসতেই পারো প্রত্যয়ের হাত ধরে।