অরূপ খেলা রাতের বেলা
আকাশের বুক ছেয়ে,
চাঁদের হাসি জোছনা রাশি
দেখি শুধুই চেয়ে।
লক্ষ বুটি তারার জুটি
গগন জুড়ে হাসে,
ভালো লাগে আবেশ জাগে
পুলক ছোঁয়া রাশে।
সৃষ্টির এ রূপ খুব অপরূপ
তাকাই যেদিক পানে,
ঝর্ণা পাহাড় ফুলের বাহার
স্রষ্টার অরূপ দানে।
প্রভাত রবি আলোর ছবি
মাতায় মনটা রূপে,
মনটা পাগল খুলে আগল
সন্ধ্যা তারা চুপে।
অন্তরালে সৃজন তালে
কোন্ সে শিল্পী আড়ে!
যুগ যুগান্তর রন নিরন্তর
রচেন সকল সারে।