অনিন্দ্য সুন্দর এই মানবজীবনটা-
পরতে পরতে কতোনা চমক!
ভাবের দ্যোতনায়-ভালবাসা ঝলসায়
পল-পল-অনুভূতির আতসকাচে
অনন্য—অনুভব!
হাজারো সমস্যার ঘেরাটোপে—-
যতোই থাকুক জটিল অঙ্ক
তবুও,মরুভূমিতে ‘ওয়েসিস ‘!
থাকাটাও —-চিরন্তন !
অথবা—-বাঞ্ছনীয় !
‘আপনত্ব ”কি শুধু মাত্র সম্পর্কের জের !
হৃদয়ের ডাক—-হৃদয়ের আবেগ!
শুধুই কি —-রক্তের কোলাজ ?
তাহলে,কেন আমার অনুভবের অপরূপ
আতসকাচে —সব অন্যরকম !
আমিতো ভালবাসাই বিলিয়ে চলি
এটুকুই যে পুঁজি ভরা–থলি
তাই, সবার মাঝে দেখি সুজন
সবার সাথে গেয়ে কূজন
আমি চিত্ত সুখে চলি
আমার ভালবাসা ভরে দিয়েছি
অচেনাকে চিনে—
কুড়িয়ে নিয়েছি —হৃদয় সৌরভ
ভালোবাসাতেই আছি বেঁচে !
যদি ,পৃথিবীর এই পান্থশালায়
অতিথি সকল জনা
আঁকড়ে থাকা কেন মিছে মলিনতায়
ধূলোমাখা আবিলতা নিপাত যাক্ না
বেঁচে দেখো –সূর্যদীপ্ত ভালবাসায়!
অনুপম সুখে ভরে যাবে মন
অনুপম তৃপ্তিতে হৃদয় যখন
যাবে গো হৃদয়ের কাছে
লুপ্ত য’বে সব ব্যাবধান-সাম্য-প্রীতির আঁচে
জীবন কেমন ছলকে সুখে–
অনুভবের আতসকাচে !