মায়ের জন্যে এলাম যে আমি
এই ধরনীর বুকে,
লালন করতে মাতাই দিলেন
স্তন্য পিযুষ মুখে।
আমার মুখেতে হাসি দেখলেই
মায়ের মনটা আলো,
একটু আমার অসুখ হলেই
দুঃখে মুখটা কালো।
মায়ের কাছেই যে হাতেখড়িটা
লেখাপড়া সব কাজে,
আমার সকল সফলতায় যে
মায়ের খুশিটা রাজে।
ইচ্ছে আমার বুকের মাঝারে
রাখবো সুখেতে মাকে,
নিঠুর বিধির করাল ছোবল
কাড়লো যে কোন ফাঁকে!
তাইতো সদাই আকুল তিয়াসে
খুঁজে বেড়াই গো তাঁকে,
আকাশ ভরা যে তারার মালায়
যদি দেখা যায় মাকে।